চুন্টা ইউনিয়নের খাল ও নদীর মধ্যে উল্লেখ যোগ্য হলোঃ খালের নাম- আশা খাল, বালিয়াজুড়ি খাল, কাটুয়াজুরি খাল, কৈইয়াইল খাল, জৈইতাল ও ষাটখাল এবং বোয়ালিয়া খাল। এসব খালে প্রচুর মাছ পাওয়া যায়। মেঘনা নদীর অংশ এবং তিতাম নদীর অংশ। মেঘনা নদীটি চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এই নদী দিয়ে উত্তর অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। এসকল নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস