Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চুন্টা ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

নামকরনঃ  সরাইলের চুন্টা দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ জনপদ। এখানে শত শত ঞ্জানী গুণীর জন্মস্থান । চুন্টা নামকরণে রয়েছে কয়েকটি মতবাদ । একটি মতে, চুন্টা বিল-যার শাব্দিক অর্থ জলাশয়। প্রাচীন সেনবেংশের লোক সেখানে বসতি স্থাপনে তাগিতে এলাকায় মাটি ভরাট করে গ্রামটির নামকরন করেন। এ গ্রামের সন্তান ডঃ সুধীর চন্দ্র সেন ১৯৫২ সালে জাতিসংগের ভারতীয় প্রতিনিধি জওহরলাল  নেহেরুর অর্থনৈতিক কমিঠির উপদেষ্ঠা হিসেবেদায়িত্ব পালন করেন। অন্য একটি মতে, চন্ডা থেকে চুন্টা নামের উৎপত্তি। ষোড়শ শতকের দিকে রাজশাহী অঞ্ঝলের চন্ডা মন্দির এলাকার  এক বদ্ধির প্রদতনিধিদল  এই এলাকায় বৌদ্ধ ধর্মের করতে আসে। এলাকাটি বদ্ধ্বীপ অঞ্জলের এলাকা বিধায় এখানে নবদ্বীপ রাজ্যের উপদেষ্ঠারা এদলের প্রতিনিধি ছিলেন। তারা এ ্লাকায় বৌদ্ধ ধর্মের সুবিধার্থে( তাদের চন্ডাএলাকার  নামে) চুন্টা নামকরণ করেন।যার স্মৃতি চুন্টার বৌদ্ধ মন্দিরটি এখন ও বহন করেছে। ( তথ্যসূত্র চুন্টার সেন বংশ। লেখকঃ - দক্ষিণাচরণ -আই সি এস)।

 

চুন্টা ইউনিয়ন ঃ- লোপাড়া, ঘাগড়াজোর, চুন্টা, বড়াইল, করাতকান্দি , নরসিংহপুর, নতুনহাটি, রসুলপুর, আজবপুর, নাসিরপুর, রাঙ্গুরী পাড়া, ও বড়বল্লা - ১২টি ।