চুন্টা ইউনিয়ন পরিষদ ভবনটি বর্তমানে দোতলা কমপ্রেক্স ভবনে নিমার্ণ। পরিষদ ভবনে ১৪ কক্ষ রয়েছ। ১টি তে ইউপি চেয়ারম্যানের কক্ষ। ২। ইউপি সচিবের কক্ষ, ৩। সভা কক্ষের জন্য রয়েছে ১টি হল রুম। অথিতিদের জন্য রয়েছে একটি কক্ষ, ইউনিয়ন কৃষি কর্মকতার জন্য রয়েছে ১টি কক্ষ, পরিবার পরিককল্পনার জন্য, আনসার ভিডিপির, ইউপি সদস্যদের জন্য ১টি কক্ষ , এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জন্য রয়েছে একটি কক্ষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস